১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগাল

পর্তুগালে বিজয় দিবস উদযাপনে প্রবাসীদের উদ্যোগ, সংবাদ সম্মেলনে তুলে ধরা হলো কর্মসূচি

পর্তুগালে বিজয় দিবস উদযাপনে প্রবাসীদের উদ্যোগ, সংবাদ সম্মেলনে তুলে ধরা হলো কর্মসূচি

আগামী ২৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এই অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে।

গত রবিবার (১৪ ডিসেম্বর) লিসবনের দিদাজ রেস্টুরেন্টের হলরুমে এক সংবাদ সম্মেলন বিষয়টি জানিয়েছে আয়োজক সংগঠন কাজা দো বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রনি হোসাইন বলেন, গত বছর আমরা খোলা মাঠে বিজয় দিবস উদযাপন করেছিলাম। তবে এ বছর পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে লিসবোর Mercado de Culturas হল প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

তিনি জানান, অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা, বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর বিভিন্ন স্টল, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশ এর উপদেষ্টা এম এ হাকিম মিনহাজ, মাসুম আহমদ, সংগঠনের সেক্রেটারি শহীদ আহমদ (প্রিন্স), ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া পর্তুগালে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।