পর্তুগালের পোর্তোয় স্থানীয় পরিষদ নির্বাচনে কাউন্সিলর পদে ২৭.৪৫% ভোট পেয়ে জয়লাভ করেছেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি শাহ আলম কাজল।
রোববার (১২ অক্টোবর) স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে পুরো শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।
পোর্তোর বনফি জুনতা এলাকায় পর্তুগালের প্রধান রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টির মনোনয়নে লড়েছেন শাহ আলম কাজল। তিনি এর আগেও একই আসনে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয় ক্ষমতাসীন সোস্যাল ডেমোক্র্যাট জোট ও সোশ্যালিস্ট পার্টির মধ্যে।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সোশ্যাল ডেমোক্র্যাট জোট (পিএসডি) ১৩৪টি মিউনিসিপ্যাল পেয়েছে, যা ২০০৯ সালের পর তাদের সবচেয়ে বড় স্থানীয় নির্বাচনী জয়। দলটি লিসবন, পোর্তো, সিন্ত্রা, কাসকাইস এবং গাইয়া; এই পাঁচটি বৃহত্তম মিউনিসিপ্যালেও জয়লাভ করেছে।
পর্তুগালের সংবাদমাধ্যম এক্সপ্রেসোর খবর অনুযায়ী, গত নির্বাচনের তুলনায় পিএসডি এবার দেশজুড়ে নতুন করে ২২টি মিউনিসিপ্যাল জিতেছে।
অন্যদিকে প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি ২২টি মিউনিসিপ্যাল হারিয়েছে ও জয়লাভ করেছে ১৩০টিতে।