২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক
মুসলিম বিশ্বের শীর্ষ সম্মেলন

ন্যাটোর আদলে সামরিক বাহিনী গড়তে চায় মুসলিম বিশ্ব

ন্যাটোর আদলে সামরিক বাহিনী গড়তে চায় মুসলিম বিশ্ব প্রতীকী ছবি

কাতারের দোহাতে অনুষ্ঠিত আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে সব দেশ একমত হয়েছে। কিছু নেতা ন্যাটোর আদলে সম্মিলিত নিরাপত্তা বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন।

সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বলেন, ইসরায়েলের হামলা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ইসরায়েলের আগ্রাসন স্পষ্ট, বিশ্বাসঘাতকতামূলক ও কাপুরুষোচিত।

ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ন্যাটোর আদলে প্রতিরক্ষা বাহিনী গঠনের প্রস্তাব দেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর সংহতি ও ঐক্য জোরদারের আহ্বান জানান।

রয়টার্স জানায়, কাতারে হামলার পর ইসরায়েলি আগ্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে মিত্র দেশগুলোর জোট শক্ত করার বিষয়ে আলোচনা করেছেন।

রোববার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জন গাজা শহরে। এছাড়া ক্ষুধা ও অপুষ্টিতে আরও শিশু নিহত হয়েছে। আল জাজিরা জানায়, বাস্তুচ্যুতদের ওপর ভারী চাপ এবং নিরাপদ স্থান না পাওয়ার কারণে মানুষ বিপন্ন।

ইসরায়েলি বাহিনী মধ্যরাত থেকে বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে শিশু ও সাধারণ মানুষকে লক্ষ্য করছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন।