২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেপালে তরুণদের বিক্ষোভ; নিহত বেড়ে ১৬

সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল।

সোমবার (৮ সেপ্টেম্বর) শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার) সহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশটির অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন জেলায় কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।