২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

নির্বাচিত হয়েই মহসিন হলের ১০০ শিক্ষার্থীর জন্য খাট ব্যবস্থা করলেন সাদিক

নির্বাচিত হয়েই মহসিন হলের ১০০ শিক্ষার্থীর জন্য খাট ব্যবস্থা করলেন সাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে হাজী মহসিন হলের ভিপি নির্বাচিত হয়ে শোয়ার জন্য একশো শিক্ষার্থীদের খাটের ব্যবস্থা করে দিয়েছেন সাদিক হোসেন শিকদার।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের এই খাট দেওয়া হয়। এর আগে সোমবার সরেজমিনে গিয়ে মহসিন হলে ফ্লোরিং করা শিক্ষার্থীদের দুরবস্থা দেখেন তিনি।

ভিপি সাদিক জানান, ফ্লোরিং করা শিক্ষার্থীদের মধ্যে কয়েক দিন পর আরও ২০০ খাট দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের মানসম্মত জীবনযাপন করতে যা যা প্রয়োজন মহসিন হলে তা আনা হবে।

তিনি আশ্বস্ত করে বলেন, শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা বৃদ্ধির জন্য যা করার দরকার তা আমরা করবো ইনশাআল্লাহ।