রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের প্রেক্ষাপটে ন্যাটোর প্রতিরক্ষা জোরদার করতে প্রথমবারের মতো পোল্যান্ডের আকাশে টহল দিয়েছে যুক্তরাজ্যের যুদ্ধবিমান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে পূর্ব ইংল্যান্ডের সামরিক ঘাঁটি থেকে রয়্যাল এয়ার ফোর্সের দুটি টাইফুন জঙ্গিবিমান ইস্টার্ন সেনট্রি মিশনের অংশ হিসেবে উড্ডয়ন করে। তারা পুরো রাত টহল শেষে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক রাশিয়ান ড্রোন হামলার পর পশ্চিমা জোটের প্রতিরক্ষা ব্যবস্থা আরও দৃঢ় করতেই এই অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই মিশন স্পষ্ট বার্তা দেয়—ন্যাটোর আকাশসীমা সুরক্ষিত থাকবে। তিনি রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে ন্যাটো আকাশসীমায় সবচেয়ে বড় অনুপ্রবেশ হিসেবে অভিহিত করেন।
ব্রিটেনের এয়ার চিফ মার্শাল হার্ভ স্মিথ জানান, ন্যাটোর পূর্ব সীমান্তে মিত্রদের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। যেকোনো স্থানে আকাশশক্তি প্রদর্শনে আমাদের সক্ষমতা রয়েছে।
প্রতিরক্ষা ব্যয় বাড়াতে যুক্তরাজ্য ইতোমধ্যেই জিডিপির ২.৬ শতাংশ বরাদ্দের ঘোষণা দিয়েছে, যা ২০২৭ সালের এপ্রিলে কার্যকর হবে।
এরই মধ্যে ইউরোপজুড়ে উত্তেজনা বাড়ছে। গত শুক্রবার ন্যাটো সদস্য এস্তোনিয়া অভিযোগ করেছে, রাশিয়ার তিনটি যুদ্ধবিমান তাদের আকাশসীমা কয়েক মিনিটের জন্য লঙ্ঘন করেছে। ঘটনাটিকে তারা অভূতপূর্ব বেপরোয়া অনুপ্রবেশ বলে উল্লেখ করে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হিলি একে রাশিয়ার সর্বশেষ বেপরোয়া ও বিপজ্জনক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বিমান নিরপেক্ষ আকাশপথে উড়েছে এবং এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন।