জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে অবস্থানকালে তার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা একটি বাণিজ্যিক ফ্লাইটে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন।
তিনি আরও বলেন, নিউইয়র্কে অবস্থানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাশাপাশি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব এবং মহাসচিবের মিয়ানমারবিষয়ক দূতের সঙ্গে বৈঠক হবে। শেষ পর্যন্ত আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক হতে পারে বলেও জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রাখবেন, সেখানে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রেক্ষিতে গত এক বছরে বাংলাদেশে সংঘটিত সংস্কার এবং আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় বিশ্বদরবারে তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।