দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে ২৬৭ আরোহী নিয়ে একটি ফেরি দুর্ঘটনার কবলে পড়েছে।
১৯ নভেম্বর (বুধবার) রাত ৮টা ১৭ মিনিটে জিওলা প্রদেশের সিনান কাউন্টির জাংসান দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, ‘কুইন জেনুভিয়া’ নামের ২৬ হাজার ৫৪৬ টন ওজনের ফেরিটি জেজু দ্বীপ থেকে ২৪৬ যাত্রী এবং ২১ জন ক্রু নিয়ে বন্দর নগরী মোকপোর উদ্দেশে যাত্রা করেছিল। পথিমধ্যে ফেরিটি গ্রাউন্ডিংয়ের শিকার হলে পাঁচজন যাত্রী সামান্য আহত হন। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দ্রুত টহল জাহাজ ঘটনাস্থলে পাঠায় এবং উদ্ধার তৎপরতা চালায়। ফেরিটিতে যাত্রী ছাড়াও ১১৮টি যানবাহন ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ঘটনাটি সম্পর্কে অবহিত হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দেন। তিনি প্রাণহানি এড়াতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার কার্যক্রমের রিয়েল-টাইম আপডেট প্রকাশের নির্দেশ দেন, যাতে জনগণ আশ্বস্ত থাকতে পারে।
উল্লেখ্য, দুর্ঘটনাস্থলের কাছেই ২০১৪ সালে সিউল ফেরি ডুবির মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।