১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তফসিল ঘোষণার পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে স্বচ্ছ নির্বাচন : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষা পূরণের একটি ধাপ সম্পন্ন হতে যাচ্ছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ফুলতলা উপজেলার শিরোমণির ডাকাতিয়া পশ্চিম পাড়ার ভোটার সমাবেশে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল ও জনগণ—সবাইকে মিলেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

কোথাও কোথাও ভোটকেন্দ্রে যেতে না দেওয়ার ও ব্যালট ছিনিয়ে নেওয়ার আশঙ্কা আছে, এই পুরনো বাংলাদেশে আমরা ফিরতে চাই না।

তিনি বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে জামায়াত দেশের সব ধর্ম-বর্ণের মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। কিছু গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের ওপর হুমকি-ধমকি দিয়ে আবার কর্তৃত্ববাদী শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছে। জনগণ আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এসব অপচেষ্টা প্রতিহত করবে।

গোলাম পরওয়ার দাবি করেন, স্বাধীনতার পর থেকে জামায়াত কখনো হিন্দু সম্প্রদায়ের ওপর জুলুম-নির্যাতন চালায়নি, বরং সুযোগ পেলেই পাশে দাঁড়িয়েছে। তাই দাঁড়িপাল্লার পক্ষে বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।