১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগুন 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যমুনা ভবনের পেছনের এক্সটেনশন অংশে আগুন দেখা যায়।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। ইউনিটগুলো কাছাকাছি অবস্থান করছে এবং নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।