রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে।
তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৬৫ জন এবং মারা গেছেন ১৪ জন।
এর আগে সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব সর্বোচ্চ পর্যায়ে ছিল। ওই মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৭৬ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে মশকনিধন কার্যক্রম আরও জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।