ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারদের দায়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। হামলার পর ভুক্তভোগী পরিবার আতঙ্কে রয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটির ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা প্রথমে বাসার গেটে ককটেল নিক্ষেপ করে এবং পরে কেরোসিন-পেট্রোল ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা চালায়।
ঘটনার পরপরই কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে এবং তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার দাবি করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাতদের আসামি করে বিস্ফোরক আইনে মামলা নেওয়া হয়েছে। খুব শিগগিরই হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।