১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াতকে ভালো হওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল

ষড়যন্ত্রের পথ পরিহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভালো হওয়ার’ আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশে বক্তৃতাকালে তিনি বলেন, দেশের মানুষ জামায়াতকে ভোট দেবে না কারণ তারা দলের ওপর আস্থা রাখে না। নির্বাচন না হলে জামায়াতের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দেশকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে। এক বছর ধরে ঐকমত্য কমিশনে আলোচনার পরও সেই দল পিআর পদ্ধতির ভোট ব্যবস্থার কথা বলছে, যা সাধারণ মানুষ বোঝে না। কার প্রভাবে এসব চাপানো হচ্ছে—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মওলানা ভাসানীর পর খালেদা জিয়াই ভারতের কাছে পানির অধিকার দাবি করেছিলেন। এ দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার করতে হবে। আন্তর্জাতিক মহলকে জানাতে হবে—এটি বাংলাদেশের ন্যায্য অধিকার, কারও অনুগ্রহ নয়।

তিনি আরও বলেন, আগামী সরকার শক্তিশালী না হলে পদ্মা নদী আরও ক্ষতিগ্রস্ত হবে। পানির হিস্যা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক বিষয়ে তিনি বলেন, দেশের মানুষ ভারতের দাদাগিরি দেখতে চায় না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, যেন কেউ দেশে স্বৈরাচারী শক্তিকে মাথা তুলতে না দেয়। তার দাবি, শেখ হাসিনাকে দেশের মানুষ আর ফিরতে দেবে না।