চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। তবে তার এই সম্ভাব্য সফর নিয়ে আপত্তি জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ বিষয়ে বাংলাদেশের কাছে বার্তাও দিয়েছেন। এবার সেই মন্তব্যের আনুষ্ঠানিক জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে। তিনি বলেন, আমরাও বিশ্বাস করি, কোনো দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।
জানা গেছে, মালয়েশিয়ায় অবস্থানরত ডা. জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে আসতে পারেন। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটি আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ভারত বলেছে— জাকির নায়েক তাদের দেশে পলাতক আসামি। তাই তিনি যে দেশে যাবেন, সেখানে যেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, এমন প্রত্যাশা জানিয়েছে নয়াদিল্লি।
ভারতের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেছেন, জাকির নায়েক ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি বিবেচনায় রাখবে।
বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই মন্তব্য সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করছে।