গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) স্পেনের বার্সেলোনার বিখ্যাত সালা অ্যাকোয়ারলিয়া ব্যাঙ্কুয়েটিং হলে জাঁকজমকপূর্ণ এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, মুহিবুর রহমান মুহিব এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, স্কটিশ পার্লামেন্টের এমপি, ফয়ছল চৌধুরী, এমবি, এমএসপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল এস ইউকে’র চেয়ারম্যান, আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ড. ওয়ালি তসর উদ্দিন, এমবি, ডিবিএ, জেপি। বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, এম. এ. মুনিম, অবিই, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ ও এমপি, আলহাজ্ব সেলিম উদ্দিন, এসিএফ চেয়ারম্যান, ইয়ার খান, ক্রয়ডনের প্রাক্তন মেয়র, কাউন্সিলর সেরওয়ান চৌধুরী, প্রবিণ রাজনীতিবিদ মারুফ চৌধুরী এবং বাংলাদেশ সেন্টারের সাবেক ট্রেজারার, সিরাজুল ইসলাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালের সাধারণ সম্পাদক, মাছুম আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক, ইকবাল হুসাইন কাঞ্চন।
কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে ৩জন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন, ড. ওয়ালি তসর উদ্দিন, এমবি, ডিবিএ, জেপি, কাউন্সিলর সেরওয়ান চৌধুরী ও মাহমুদ হাসান, এমবিই। এই মর্যাদাপূর্ণ সম্মাননা তাদের হাতে তুলে দেন, ফয়ছল চৌধুরী এমপি এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মাননা গ্রহণের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় এক পুরস্কারপ্রাপ্ত বলেন, আমি এই পুরস্কারটি আমার সম্প্রদায় এবং আমার পরিবারকে উৎসর্গ করছি, যারা আমার সমাজসেবামূলক কাজের সময় ও ভালোবাসা উৎসর্গ করেছেন।
অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয়, চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন আগামী বছর সম্পূর্ণ হবে সাগর কন্যা খ্যাত পর্তুগালের রাজধানী লিসবনে।