১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গোল্ডেন ভিশন অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোল্ডেন ভিশন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পর্তুগিজ ভাষা কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

জুন, জুলাই ও আগস্ট ব্যাচের (লেভেল A1 ও A2) শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী প্রতি ব্যাচের তিনজন সেরা শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে “শ্রেষ্ঠত্ব স্বীকৃতি পুরস্কার”। প্রতিজন শিক্ষার্থীকে সম্মাননা স্বরূপ একটি করে ট্যাবলেট উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এই পুরস্কার শুধুমাত্র শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং তাদের পরিশ্রম, একাগ্রতা ও ভবিষ্যতের অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মাহফুজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, Em Frente São Vicente এর প্রেসিডেন্ট ড্যানিয়েল আদ্রিয়াও।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অন্যান্য অতিথিবৃন্দ, অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং সেরা শিক্ষার্থীরা।

কর্তৃপক্ষ জানায়, গোল্ডেন ভিশন অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, জ্ঞান, শিক্ষা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও পর্তুগিজ সমাজের মধ্যে এক অটুট বন্ধন ও সংস্কৃতির সেতুবন্ধন গড়ে তোলা সম্ভব।