১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ’

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব গণঅধিকার পরিষদে আবার যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

বুধবার (১০ ডিসেম্বর) দেশের একটি গণমাধ্যমের সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে এ তথ্য জানান তিনি।

রাশেদ খান বলেন, ‘আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে সকল লড়াই-সংগ্রামে রাজপথে ছিল তিনি।

আসিফ মাহমুদকে সেক্রেটারির পদ ছাড়তে প্রস্তুত কিনা এমন প্রশ্নে রাশেদ খান বলেন, আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেয়া হবে। তিনি আগেও আমাদের সঙ্গে ছিল। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া