১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়েতে প্রবাসী ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতল সিলেট

কুয়েতে প্রবাসী ফুটবলপ্রেমীদের প্রাণবন্ত উচ্ছ্বাসউৎসবমুখর পরিবেশে পর্দা নেমেছে “ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট২০২৫”-এর।

টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতেছে “সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব, কুয়েত”।

শুক্রবার (১০ অক্টোবর) দেশটির মুসরেফ ফুটবল মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনালে দোহার নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ২০ ব্যবধানে হারিয়ে জয়ী হয় তারা।

দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এ প্রবাসী ফুটবল উৎসব। নকআউট পদ্ধতিতে আয়োজিত প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নেয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি জাহিদুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুহেল চৌধুরী।অ্যাক্টিভওয়্যার

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতের জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় জাসিম আল-হারবান।

তিনি তার বক্তব্যে বলেন, ফুটবল এমন একটি আন্তর্জাতিক খেলা, যা ভিন্ন ভিন্ন দেশের মানুষকে একত্র করে। প্রবাসে কঠোর পরিশ্রমের পাশাপাশি খেলাধুলার প্রতি আপনাদের আগ্রহ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা মন ও শরীরকে সতেজ রাখে এবং প্রবাস জীবনে ইতিবাচক শক্তি যোগায়।