১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুয়েতে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশির সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে সাধারণ চিকিৎসাসেবা ক্যাম্প উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

শুক্রবার (২১ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজনে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মী এ সেবা নেন।

ক্যাম্পে কুয়েতে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও রক্তে সুগার পরিমাপ, ওজন নির্ণয় এবং অন্যান্য সাধারণ শারীরিক পরীক্ষা করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও জরুরি ওষুধ সরবরাহ করা হয়।

মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

তিনি তার বক্তব্যে ক্যাম্প আয়োজনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী চিকিৎসক ও পেশাজীবী প্রবাসীদের ধন্যবাদ দেন। ওয়াফরাসহ কুয়েতের অন্যান্য এলাকাতেও ভবিষ্যতে একই ধরনের স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

দূতাবাসের কর্মকর্তারা জানান, সেবা গ্রহণকারীদের মধ্যে কুয়েতের আবদালি এলাকায় বসবাসরত এক শতাধিক শ্রমিককে অগ্রাধিকার ভিত্তিতে সেবা এবং তাদের দূতাবাসে যাতায়াতে পরিবহন সুবিধা দেওয়া হয়েছে। অন্যান্য এলাকা থেকে আসা প্রায় চার শতাধিক বাংলাদেশি কর্মীকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেবা দেওয়া হয়।