বাগেরহাটে কলেজের দেয়াল ভেঙে পড়ে শাকিব হাওলাদার (১৮) নামে এক এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাফুরপুরা স্কুল অ্যান্ড কলেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিব ওই প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্র এবং কাফুরপুরা গ্রামের আবুল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, ক্লাস শেষে কলেজের দ্বিতীয় তলার গাইড ওয়ালে হেলান দিয়ে সহপাঠীদের সঙ্গে কথা বলছিল শাকিব। হঠাৎ দেয়ালটি ভেঙে পড়ে নিচে পড়ে যায় সে। দেয়ালের অংশ তার শরীরে চাপা পড়লে গুরুতর আহত হয়। শিক্ষক ও সহপাঠীরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি কলেজজুড়ে শোকের ছায়া ফেলেছে। কাফুরপুরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ শুকুর আলী বলেন, “শাকিব নিয়মিত ও ভদ্র ছাত্র ছিল। ক্লাস শেষে দেয়ালে হেলান দেওয়ার মুহূর্তেই দুর্ঘটনাটি ঘটে।”
নিহতের মা শাহীনুর বেগম জানান, ১৪ বছর আগে ক্যান্সারে তার স্বামী মারা যান। দুই ভাইয়ের মধ্যে শাকিব ছোট, বড় ভাই সেনাবাহিনীতে চাকরি করে। তিনি কষ্ট করে সন্তানদের পড়াশোনা করাচ্ছিলেন। ছেলের এমন মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।