১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐক্যবদ্ধ না হলে শাপলা চত্বরের ৫ মে ঘন ঘন আসবে: শামীম সাঈদী ফাইল ছবি

ইসলামপ্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শামীম সাঈদী। তিনি সতর্ক করে বলেছেন, ঐক্যবদ্ধ না হলে শাপলা চত্বরের ৫ মে ঘন ঘন আসবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেন, ফ্যাসিস্টরা মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছে, দাড়ি-টুপি দেখলেই হত্যা করেছে। তবুও আমরা প্রতিশোধ নিইনি। জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে, তাই আজ দেশের সব হত্যার বিচার চাই।

তিনি আরও বলেন, দাড়ি-টুপি রেখেছেন, নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন—এমন সবাইকে এক মঞ্চে আসতে হবে। তা না হলে শাপলা চত্বরের মতো আন্দোলনের দিনগুলো ফিরে আসবে।