১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি
ভারতের প্রতি আসিফ মাহমুদের ক্ষোভ

এমন উগ্র রাষ্ট্রকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেয়া উচিত না

এমন উগ্র রাষ্ট্রকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেয়া উচিত না

হিন্দুত্ববাদীদের উগ্রতা প্রদর্শনের বিক্ষোভের ঠুনকো অজুহাতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর থেকে বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রতিবেশী দেশটির এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি ভারতকে ইঙ্গিত করে লেখেন, এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনোপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেয়া উচিত না।

আসিফ মাহমুদ আরো লেখেন, সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত।

তিনি লেখেন, ৫ আগস্টের পরও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে।

শুধু আসিফ মাহমুদই নন; ভারতের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও। তারাও বিশেষত, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভারতের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন।