বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানিয়েছেন শিক্ষক নেতারা।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর শাহবাগে চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচিতে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, দীর্ঘ তিন ঘণ্টা যাবত আমরা শাহবাগ ব্লকেড করে রেখেছি। সরকারের প্রতিনিধি দল এসে কথা বলেছে, কিন্তু আমরা স্পষ্ট জানিয়েছি—পূর্ণ দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে লাশ হয়ে ফিরব, তারপরও দাবি আদায় করব।
তিনি আরও বলেন, চার দিন ধরে আমরা আন্দোলনে আছি। সরকার ১০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। আমাদের পূর্ণ দাবি মেনে প্রজ্ঞাপন জারি করতে হবে। তাই আগামীকাল আমরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করব।
শিক্ষক নেতা আরও জানান, আমাদের এই আন্দোলনে সারাদেশের শিক্ষকরা যোগ দিয়েছেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। বৃহস্পতিবার নির্ধারিত সব পরীক্ষা বর্জন করা হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আমরণ অনশনেও যেতে প্রস্তুত।