১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার প্রবাসী নিয়োগে বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব

বিদেশি গৃহকর্মীদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে সৌদি নিয়োগকর্তারা গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ, ওয়ার্ক পারমিট বা অন্য কোনো প্রশাসনিক ফি আদায় করতে পারবেন না। এই নিয়ম ভঙ্গ করলে নিয়োগকর্তাকে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা এবং তিন বছরের জন্য বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

সৌদি গেজেটের বরাত দিয়ে দ্য ডন বুধবার (২২ অক্টোবর) জানিয়েছে, সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি ‘গৃহকর্মীদের অধিকার ও বাধ্যবাধকতার নির্দেশিকা’ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, নিয়োগকর্তারা গৃহকর্মীদের কাছ থেকে কোনো ধরনের ফি বা চার্জ আদায় করতে পারবেন না। এর মধ্যে রয়েছে নিয়োগ, পেশা পরিবর্তন, পরিষেবা স্থানান্তর, আবাসিক পারমিট (ইকামা) ও কাজের পারমিট সংক্রান্ত ফি।

নতুন এই নির্দেশিকায় গৃহকর্মীদের জন্য স্বীকৃত পেশাগুলোর মধ্যে রয়েছে—গৃহকর্মী, ব্যক্তিগত গাড়ি চালক, রাঁধুনি, দর্জি, বাটলার, সুপারভাইজার, গৃহ ব্যবস্থাপক, হোম গার্ড, ব্যক্তিগত সহকারী, কৃষক, থেরাপিস্ট এবং গৃহ কফি প্রস্তুতকারক। পাশাপাশি, গৃহকর্মীদের দায়িত্বের আওতায় পড়তে পারে এমন নতুন পেশাও যুক্ত করার অনুমতি দিয়েছে সরকার।

মানবসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিধানগুলোর উদ্দেশ্য হলো গৃহকর্মীদের জীবনমান উন্নয়ন, তাদের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং একটি স্থিতিশীল ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলা।

এই সিদ্ধান্তকে প্রবাসী কল্যাণে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এর ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশের গৃহকর্মীরা সৌদি আরবে আরও সুরক্ষিত পরিবেশে কাজ করার সুযোগ পাবেন।