জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, বর্তমান সরকার জামায়াত ও এনসিপি–এর ঘাড়ে বসে আছে এবং নির্বাচন পিছানোর মাধ্যমে ওই দলগুলো নিজেদের শক্তিশালী করছে। সম্প্রতি এক টক শোতে তিনি এসব মন্তব্য করেন।
পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে জামায়াতের কথা বলা দুঃখজনক’। কারণ, আওয়ামী লীগ নিষিদ্ধ করার সময় জামায়াত চুপ করে ছিল, কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের ক্ষেত্রে তারা স্পষ্ট অবস্থান নিচ্ছে। তিনি আরও আক্রমণাত্মকভাবে বলেন, ‘এই সরকার জামায়াত–এনসিপির সরকার’ এবং নির্বাচন গড়ানোর আগে দল–দল করে নিষিদ্ধ করার চেষ্টা হচ্ছে।
তিনি বলেন, গণতন্ত্র মানে কোনো একদল বা সমষ্টি এসে প্রতিপক্ষকে নিষিদ্ধ করে দেওয়া নয়। ভোট ও নির্বাচনের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে — নির্বাচনের ফল আগাম নির্ধারণ করার চেষ্টা স্বৈরাচারী।
পাটোয়ারীর যুক্তি, ভোট পেছালে জামায়াতের মতো শক্তিগুলো সময় পাবে তাদের গ্রিপ আরও শক্ত করার জন্য; বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে স্থানীয় প্রশাসন—প্রতিটি পর্যায়ে তারা সুবিধাজনক অবস্থায় আছে। নির্বাচন পিছানো ও রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা যে চলমান, সেটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক বলেও তিনি সতর্ক করেন।
শামীম পাটোয়ারী আরও বলেন, “শক্তিশালী অবস্থান মানে আপনি আরেক দলকে ব্যান করে নিজেকে সুবিধা নিতে পারেন না—শক্তি প্রয়োগ রাজপথে করে দেখালে হবে।” তিনি বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে ও নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করার উদ্দেশ্যযুক্ত বলে উল্লেখ করেন।
নির্দিষ্টভাবে জামায়াত ও এনসিপি এই অভিযোগ সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।