১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উজবেকিস্তানে ই-পাসপোর্ট সেবা চালু

উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ ‍দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুর ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম এবং বিশেষ অতিথি ছিলেন সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব নিলীমা আফরোজ।

প্রধান অতিথি তার বক্তব্যে ই-পাসপোর্ট এর সুবিধাগুলোর ওপর আলোকপাত করে এ সেবা কার্যক্রমের অগ্রগতির বিষয়ে সবাইকে অবহিত করেন।

ই-পাসপোর্ট চালুর মধ্য দিয়ে উজবেকিস্তানসহ পার্শ্ববর্তী দেশগুলো বসবাসরত বাংলাদেশি নাগরিকরা উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি নিলীমা আফরোজ তার বক্তব্যে পাসপোর্ট সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও অর্থবহ করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ এর কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত মনিরুর ইসলাম ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনের দিনটিকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে এর কার্যক্রমের সঙ্গের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সরকারের প্রবাসীবান্ধব নীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা বিধানে তিনি সরকারের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন।

দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বৈষম্যহীন সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিক।