ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর থেকে এ হামালায় একদিনে আরও অন্তত ৬৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটি ও উত্তর গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪৮ জন। দেশটির চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল থেকে ইসরাইলি বাহিনী ১৬টি আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি স্কুল ধ্বংস করেছে।
এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আত্মবিশ্বাসী কণ্ঠে অঙ্গীকার করেছেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু থাকবে না।
অধিকৃত পশ্চিমতীরে একটি নতুন ও বড় আকারের বসতি স্থাপন প্রকল্পের চুক্তি সইয়ের অনুষ্ঠানে এই অঙ্গীকার করে বিশ্বজুড়ে নিন্দিত নেতা নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের অস্তিত্ব থাকবে না।