আফগানিস্তানের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র জানিয়েছে, ইমাম আবু হানিফা (রহ.)–কে সম্মান জানাতে কাবুলে একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। এই প্রদর্শনী চার ধাপে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে ১৫টি দেশের প্রতিনিধি ও বিনিয়োগকারীরা।
সোমবার (১০ নভেম্বর) হুররিয়াত রেডিওর প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
১৫টি দেশের প্রতিনিধি ও বিনিয়োগকারীদের অংশগ্রহণের ফলে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প খাতে নতুন সুযোগ তৈরি হবে বলেও জানায় আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র।
আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের পরিচালক মুহাম্মাদ সাবির লতিফ জানান, প্রদর্শনীটি আগামী ১৬ নভেম্বর শুরু হয়ে এক সপ্তাহ ধরে চলবে। বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা মনে করেন, এ ধরনের প্রদর্শনী শিল্প ও বাণিজ্যের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।
সূত্র : হুররিয়াত রেডি