ইতালির রাজধানী রোমের ভিক্টোরিয়া এলাকায় পুলিশের অভিযানে একটি অবৈধ মেসবাসা থেকে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসরত ১৬ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম পোসিতানো নোতিৎসিয়েতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, এলাকার বাসিন্দারা দুর্গন্ধ ও সন্দেহজনক চলাফেরার অভিযোগ জানানোর পর রোম পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালায়।
অভিযানে দেখা যায়, মাত্র তিনটি ছোট রুম ও একটি বাথরুমে ১৬ জন বাংলাদেশি গাদাগাদি করে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, প্রতিটি বিছানার জন্য মাসে ১৭০ ইউরো বা দিনে ১০ ইউরো ভাড়া আদায় করা হতো। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে থেকে একজন প্রতিদিন এসে রান্না করতেন, যা পুরো পরিবেশকে আরও অস্বাস্থ্যকর করে তুলেছিল।
অভিযানের পর পুলিশ পুরো ফ্ল্যাটটি বাজেয়াপ্ত করে এবং তিনজন বাংলাদেশি মালিকের বিরুদ্ধে অবৈধ ভাড়া প্রদান, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগে মামলা দায়ের করেছে।
প্রশাসন জানিয়েছে, এই অভিযান ভিক্টোরিয়ার এসকুইলিনো অঞ্চলে অবৈধ মেস ও অপরাধমূলক কার্যকলাপ দমনের চলমান বিশেষ অভিযানের অংশ। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ঘটনাটিকে “লজ্জাজনক ও উদ্বেগজনক” বলে মন্তব্য করেছে।
তাদের মতে, কিছু অসাধু ব্যক্তি মুনাফার লোভে নতুন অভিবাসীদের বিপদে ফেলছে, যা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা প্রশাসনের কাছে অবৈধ মেসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিয়মিত নজরদারি চালানোর আহ্বান জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনও অভিবাসীদের নিরাপদ, বৈধ ও স্বাস্থ্যকর বাসস্থানে থাকার প্রতি সচেতন হতে পরামর্শ দিয়েছে।