১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ

ইউরোপ ভ্রমণে বড় পরিবর্তন: চালু হলো ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা

ইউরোপ ভ্রমণে বড় পরিবর্তন: চালু হলো ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা

ইউরোপীয় ইউনিয়ন অভ্যন্তরীণ সুরক্ষা, অবৈধ অভিবাসন ও অপরাধ নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ হিসেবে চালু করেছে ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ (ইইএস)।

রোববার (১২ অক্টোবর) থেকে পর্তুগালসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সীমান্তে এই ডিজিটাল ব্যবস্থা চালু করেছে।

ইইএসের মাধ্যমে ইউরোপের বাইরের দেশগুলোর নাগরিক—যারা ভিসা নিয়ে, ভিসা ছাড়া বা নির্দিষ্ট সময়ের জন্য পর্যটন, ব্যবসা বা পারিবারিক কারণে ইউরোপে প্রবেশ করেন—তাদের আঙুলের ছাপ, মুখাবয়বের ছবি, প্রবেশ ও প্রস্থান সময় ও স্থান ডিজিটালি রেকর্ড হবে।

পূর্বে হাতে পাসপোর্টে মোহর দেওয়ার পদ্ধতির পরিবর্তে, এই নতুন সিস্টেম নাগরিকদের অবস্থান ও ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করবে। এতে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থান বা জাল পরিচয় শনাক্তকরণ সহজ হবে এবং সীমান্তরক্ষীরা রিয়েল টাইমে তথ্য ব্যবহার করতে পারবেন।

পর্তুগালে এই নতুন ব্যবস্থা বাস্তবায়নের কাজ করছে জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ, যা রিপাবলিকান গার্ড (জিএনআর), পুলিশ (পিএসপি), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এএনএসি), নৌবন্দর প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের (এএনএ) সঙ্গে সমন্বয় করবে। তবে পুরোপুরি কার্যকর হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে।

ইউরোপীয় আইন অনুযায়ী ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে এবং কেবল সীমিত কিছু তথ্য ব্যবহার করা হবে। অভিবাসন প্রক্রিয়া আরও আধুনিক, স্বচ্ছ ও দ্রুততর হবে, যা আইন-শৃঙ্খলা রক্ষায়ও ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, শেনজেন সীমান্তে এই প্রযুক্তি ইউরোপের নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।