কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কোনো শাসককে গদি থেকে সরিয়ে দেন, শেখ হাসিনা সেই অবস্থায় পৌঁছেছিলেন। আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি ক্ষমতা হারিয়েছেন।
১৬ (নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, গণভোটের চার প্রশ্নে ভোটাররা কীভাবে আলাদাভাবে মত দেবে—এ বিষয়ে মানুষ এখনও বিভ্রান্ত। গণভোটে অংশগ্রহণ কম হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।
অন্তর্বর্তী সরকারকে কঠোর সমালোচনা করে তিনি বলেন, ১৫ মাস হলো সরকারের ডাকে যাই না। নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না।
আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করলে তা সফল হবে না। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আপ্রাণ চেষ্টা করতে হবে।