রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দুটি দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। প্রতিবছর ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি বিশেষভাবে পালিত হবে এই দিবসগুলো।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।
এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে একটি বিশেষ ক্যালেন্ডার প্রণয়নের কাজ চলছে, যেখানে দেশবরেণ্য ব্যক্তিবর্গের জীবন, অবদান এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলিকে উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ক্যালেন্ডারে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবসকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে প্রতিবছর ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হবে।