১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিবিধ

‘আয়নাঘর’ থেকে বেঁচে ফিরে বিএনপির প্রার্থী মাজেদ বললেন ‘আলহামদুলিল্লাহ’

‘আয়নাঘর’ থেকে বেঁচে ফিরে বিএনপির প্রার্থী মাজেদ বললেন ‘আলহামদুলিল্লাহ’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি ময়মনসিংহ জেলা বিএনপির সহসভাপতি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক।

মনোনয়ন পাওয়ার পরই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। এক প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ, আমি বেঁচে ফিরব সেটাই কখনও ভাবিনি। আন্দোলন ব্যর্থ হলে হয়তো আমি ফিরতে পারতাম না।

তিনি জানান, তাকে চোখ বেঁধে বাসা থেকে ‘আয়নাঘরে’ নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ৩০ মিনিটের মধ্যে হত্যা করে আন্দোলনকারীদের গুলিতে মৃত্যু হয়েছে বলে প্রচার করার পরিকল্পনা করা হচ্ছিল। ওই সময় তাকে জিজ্ঞেস করা হয় আন্দোলনের জন্য কাদের টাকা দিয়েছেন। উত্তরা থানা পুড়িয়ে দেওয়ার ঘটনার পর নির্যাতনকারীরা কিছুটা থেমে যায়। এরপর তাকে প্রচণ্ডভাবে নির্যাতন করা হয় এবং একটি স্টেটমেন্টে জোর করে স্বাক্ষর করানো হয়, যেখানে বলা হয় তার নেতৃত্বে উত্তরা পূর্ব থানা পোড়ানো হয়েছে।

মাজেদ বাবু বলেন, সাংবাদিকরা এলে যেন আমি বলি, আমি ফান্ডিং করেছি এবং আরও কয়েকজনের নাম উল্লেখ করি—এমন নির্দেশ দেওয়া হয়েছিল। আয়নাঘর থেকে জীবিত ফিরে আসব, সে সময় তা কল্পনাই করিনি।

গত ৩০ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যায়। তাকে চোখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়, এমনকি পানি চাইলে প্রস্রাব খেতে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। পরে গুরুতর অসুস্থ অবস্থায়ও চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি গুম তদন্ত কমিশনে দুই পাতার একটি অভিযোগ দেন, যাতে ওই নির্যাতনের বর্ণনা উঠে আসে।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, মাজেদ বাবু শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন সাহসী নেতা। সততা, ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন হিসেবে তিনি সংসদে যাবেন গণমানুষের কণ্ঠস্বর হয়ে।

প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে আমার পথচলা। মামলা, হামলা আর নির্যাতন সত্ত্বেও আমি সেই আদর্শ থেকে বিচ্যুত হইনি। ঈশ্বরগঞ্জকে আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। তারেক রহমান যে আস্থা রেখেছেন, আমি বিশ্বাস করি ঈশ্বরগঞ্জবাসী নির্বাচনে তার প্রতিফলন ঘটাবেন।’