সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুক্রবার দেশজুড়ে সকল মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করা হবে। রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এ নামাজের আয়োজনের নির্দেশ দিয়েছেন।
আমিরাতের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে দেশজুড়ে মসজিদগুলোতে এই নামাজ অনুষ্ঠিত হবে। ইমামদেরকে দোয়া ও খুতবায় বিনয়, কৃতজ্ঞতা এবং আল্লাহর রহমত প্রার্থনার বিষয় তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ মুসল্লিদের আন্তরিকতা, তওবা ও শ্রদ্ধার সঙ্গে এই নামাজে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছে— এই নামাজ কেবল বৃষ্টির জন্য প্রার্থনাই নয়; বরং এটি আল্লাহর প্রতি ফিরে আসা এবং রহমতের অন্বেষণে এক সামষ্টিক ইবাদত।
প্রতিবেদনে আরও বলা হয়, সালাতুল ইস্তিসকা আমিরাতের ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মানুষকে স্মরণ করিয়ে দেয়— অনুগ্রহ ও বরকত একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকেই আসে।
উল্লেখ্য, ইসলামী শিক্ষা অনুযায়ী সালাতুল ইস্তিসকা এমন এক নামাজ, যার মাধ্যমে মুসলমানরা আল্লাহর কাছে বৃষ্টি ও রহমত প্রার্থনা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খরার সময় এই নামাজ আদায়ের নির্দেশ দিয়েছিলেন।