১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চায় এবং প্রকৃত মেধার যথাযথ মূল্যায়ন করতে বদ্ধপরিকর।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “এসএসসি ও এইচএসসি’র মতো পাবলিক পরীক্ষায় প্রকৃত মেধার মূল্যায়নের জন্য আমরা অতিরঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণ করেছি। এখন থেকে অযৌক্তিকভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে ফলাফল দেখানো হবে না।”

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা বিস্তারের নামে নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে। “অপ্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং মানহীন শিক্ষা ফুলিয়ে দেখাতে জিপিএ-৫-এর বাহুল্য ছিল,” মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্যোগ প্রসঙ্গে উপদেষ্টা জানান, বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধা যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। কারিগরি শিক্ষার নতুন রূপরেখা প্রণয়ন করা হয়েছে এবং শিগগির পরামর্শক কমিটির মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের নতুন রূপরেখা তৈরি করা হবে।

এ সময় তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অতীতে যেসব অনিয়ম-দুর্নীতি হয়েছে, সেগুলো গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। অথচ কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার এগুলো দমন না করে বরং উৎসাহ দিয়ে গেছে।