পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “সিন্ত্রা-আমাদোরা বিজনেস অ্যাসোসিয়েশন”।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে একটি রেস্টুরেন্টে সংগঠনটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. মাহফুজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লিসবন কমিউনিটি নেতা রানা তসলিম উদ্দিন বলেন, সিন্ত্রা অঞ্চল পর্তুগালের একটি নয়নাভিরাম প্রাকৃতিক এলাকা। লিসবনের প্রাণকেন্দ্র রোসিও থেকে বেনফিকা, আমাদোরা, দামাইয়া, কাসেই, মাসামা ও রিও মউরো হয়ে ট্রেনে সিন্ত্রায় পৌঁছাতে সময় লাগে মাত্র ৪০ মিনিট। এই রেলপথের আশেপাশে আনুমানিক ৫-৬ হাজার কিংবা তারও বেশি মানুষ বসবাস ও ব্যবসা করছেন। এ অঞ্চলে বাংলাদেশিদের প্রায় ২০০টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
তিনি বলেন, কমিউনিটিতে একটি ব্যবসায়ী সংগঠন প্রতিষ্ঠিত হওয়া নিঃসন্দেহে গৌরবের বিষয়। বর্তমানে পর্তুগালের বহু ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এ উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক সিন্ত্রাবাসীর মতো প্রতিটি অঞ্চলে এরকম ব্যবসায়ী সংগঠন গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি, এসব ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে সবার নিরাপত্তা নিশ্চিত হবে, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষিত হবে এবং কমিউনিটি আরও সুসংগঠিত হবে। সিন্ত্রা-আমাদোরা বিজনেস অ্যাসোসিয়েশনের সর্বাঙ্গীন সাফল্য, উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পর্তু-বাংলাদেশ কমিউনিটির সভাপতি জনাব শাহ আলম কাজল, লিসবন, কাশকাইশ, সিন্ত্রা ও বারেইরোসহ পর্তুগালের বিভিন্ন অঞ্চলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।