মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় আদালতে আত্মসমর্পণ করা ১৫ সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করেছেন তাঁদের আইনজীবী এম সরোয়ার হোসেন। তিনি বলেন, এই মামলার মূল অপরাধীরা ভারতে পালিয়ে গেছেন; কিন্তু নিরপরাধ অফিসারদের এখানে দায়ী করা হচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তাকে হাজির করার পর শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে কর্মকর্তাদের ঢাকা সেনানিবাসের সাব-জেলে স্থানান্তর করা হয়।
আইনজীবী সরোয়ার হোসেন জানান, সেনা সদর দফতরের নির্দেশে সংযুক্ত এই ১৫ অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন, তাঁরা দেশের প্রতি অনুগত, পেশাগতভাবে দক্ষ এবং আশা করেন— আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।
তিনি আরও বলেন, তাঁদের আত্মসমর্পণকে কেউ কেউ ‘গ্রেপ্তার’ বলছেন, যা সঠিক নয়। তাঁরা কখনোই গ্রেপ্তার ছিলেন না, বরং সেনা সদর থেকেই জানানো হয়েছিল যে তাঁরা সেনা হেফাজতে রয়েছেন।
অন্যদিকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, গুম ও জুলাই–আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করতে সেনাবাহিনী সম্পূর্ণ সহযোগিতা করেছে। তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের অপপ্রচার না করার আহ্বান জানাচ্ছি।