১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আটক ১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ জন কর্মকর্তাকে অবশ্যই আদালতে হাজির করতে হবে।

রোববার (১২ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যাকে যখনই গ্রেপ্তার করা হবে, তাকে অবশ্যই আদালতে হাজির করতে হবে—এটাই আইনের বিধান।

তিনি আরও বলেন, সেনাসদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি। আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে। মিডিয়াতে যা এসেছে, সেটা আমরা এখনই আমলে নিচ্ছি না। তবে যদি আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তাহলে আইন অনুযায়ী তাদের আদালতে আনতেই হবে, বলেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ২৫ কর্মকর্তার মধ্যে ১৫ জন এখনও সেনাবাহিনীতে কর্মরত। সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, ওই ১৫ জন কর্মকর্তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সংবিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও ফৌজদারি কার্যবিধি—সব আইনেই বলা আছে, যেখানেই গ্রেপ্তার করা হোক না কেন, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আদালতই সিদ্ধান্ত নেবে, আটক রাখবে না জামিন দেবে।