১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এলপি গ্যাসের দাম কমল, ১২ কেজি সিলিন্ডার এখন ১২৪১ টাকা

চলতি মাসের (অক্টোবর) জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। অক্টোবর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,২৪১ টাকা। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে মূসকসহ ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২ সেপ্টেম্বর এলপি গ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা এবং অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে এ পর্যন্ত চার দফায় কমেছে এবং সাত দফায় বেড়েছে এলপিজি ও অটোগ্যাসের দাম। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বেড়েছিল; কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বরে দাম ছিল অপরিবর্তিত।