১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৬৭ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী হারুন সরদার

আবুধাবির আলোচিত ‘বিগ টিকেট লটারিতে’ ২০ মিলিয়ন দিরহাম, অর্থাৎ প্রায় ৬৬ কোটি ৫০ লাখ টাকা জিতে প্রবাসী হারুন সরদার এখন সংযুক্ত আরব আমিরাতজুড়ে আলোচনায়।

হারুন সরদার পেশায় একজন ব্যক্তিগত গাড়িচালক। প্রায় দেড় দশক ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছেন স্থানীয় এক আরব পরিবারের সঙ্গে। নিজের ঘাম ও পরিশ্রমে দাঁড় করিয়েছেন জীবনের স্থিতি। কিন্তু ভাগ্যের খেলায় এবার সেই স্থিতি পেল এক নতুন রূপ।

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, আমিরাত সবসময় আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। তাই এ দেশটাকে অনেক ভালোবাসি। এখানে থেকেই আমি একটা ব্যবসা করতে চাই, চাই নিজের ভবিষ্যৎ গড়তে।

হারুন জানান, তারা দশ বন্ধু মিলে ১ হাজার দিরহাম (প্রায় ৩৩ হাজার ২০০ টাকা) দিয়ে দুটি বিগ টিকেট কিনেছিলেন। ভাগ্যদেবী তখন নিশ্চয়ই তাদের ওপর হাসছিলেন, কারণ সেই দুটি টিকেটের সঙ্গে তারা পেয়েছিলেন আরও দুটি বোনাস টিকেট, যার একটিতেই বদলে যায় তাদের জীবন।

দলের সদস্যদের অধিকাংশই সাধারণ প্রবাসী। কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ নির্মাণশ্রমিক, কারও মাসিক আয় দেড় হাজার থেকে ৩ হাজার দিরহাম। তাদের সবার মুখে এখন একটাই প্রশ্ন, এই অর্থের সঠিক ব্যবহার কীভাবে করা যায়?

হারুন বলেন, আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে আমরা চাই এই অর্থ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে, যেন ভবিষ্যতে আরও আয় করতে পারি এবং নিজেদের টিকিয়ে রাখতে পারি।

এখন তার পরিকল্পনা, আমিরাতেই একটি ব্যবসা শুরু করা এবং পরিবারকে বাংলাদেশ থেকে নিয়ে আসা। আমি এখানে থেকে যেতে চাই। এখানেই আমার স্বপ্নের ভিত্তি গড়তে চাই, বলেন তিনি।