১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরী

ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোট দেশের সব সংসদীয় আসনে প্রার্থী দেবে।

সোমবার (২৪ নভেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি সুফীবাদী সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব।

তাহেরী বলেন, মব ভাইরাসের তাণ্ডবে বাংলাদেশ অতিষ্ঠ। আহলে সুন্নাত ওয়াল জামায়াত দেশের একমাত্র শান্তিপূর্ণ দল। আমাদের অনুভূতি ও শান্তির বার্তা সারা দেশে পৌঁছে দিতেই রাজনৈতিক অঙ্গনে পদার্পণ।

তিনি জানান, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা কখনো কারও ওপর জুলুম করে না এবং কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। দেশের সুন্নি মুসলমানরা এক থাকলে সরকার গঠন করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি শান্তিপ্রিয় জনগণকে সুন্নি জোটকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। বিমানবন্দরে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।