১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: টানা ২৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

অবশেষে রাজধানীর মিরপুরের রূপনগরের কেমিক্যাল গোডাউনের আগুন ২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, আজ বিকেল ৪টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। সর্বশেষ ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ করছিল।

আগুন লাগার খবর প্রথম আসে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে। সংবাদ পাওয়ার ১৬ মিনিট পর, অর্থাৎ সকাল ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গার্মেন্টস কারখানার পাশে থাকা কেমিক্যাল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ভবনে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ডজনখানেক ইউনিট প্রায় একটানা ২৮ ঘণ্টা কাজ করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় দম বন্ধ হয়ে পড়া ও দগ্ধদের সংখ্যা বেড়ে চলেছে বলে জানা গেছে।