দেশে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা (কয়েন) লেনদেনে অনীহা প্রকাশ করা আইনবিরোধী বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে—অনেকেই ১ ও ২ টাকার কয়েন গ্রহণ করতে চান না। এটি প্রচলিত মুদ্রা আইনের লঙ্ঘন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রা ও কাগজের নোট বৈধ। তাই নগদ লেনদেনে কয়েন ব্যবহার করতে এবং গ্রহণ করতে সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক মনে করে, কয়েন লেনদেনে জনগণের অনীহা মুদ্রাব্যবস্থার স্থিতিশীলতা ও সুষ্ঠু চলাচলে প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি নিয়ে সকল ব্যাংক, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।