চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে স্লোভাকিয়া। ওদিকে জার্মানি হারলেও জয় পেয়েছে স্পেন। স্বাগতিক বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে স্পেন।
বুলগেরিয়ার সোফিয়ায় স্বাগতিকদের চেপে ধরে স্পেন। ম্যাচের ৭৫ শতাংশ বল দখলের পাশাপাশি পুরো ম্যাচে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১২টি লক্ষ্যে রাখে লুইস দে লা ফুয়েন্তের দল। একটি করে গোল করেন মিকেল ওইয়ারসাবালে, মার্ক কুকুরেইয়া ও মিকেল মেরিনো।
এদিকে অঘটন দেখল জার্মান ভক্তরা। জুলিয়ান নাগেলসম্যানের দলের বিপক্ষে প্রথমার্ধের ৪২তম মিনিটে দাভিদ হান্সকোর গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া। এরপর।দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দুর্দান্ত এক গোল করে স্লোভাকিয়াকে জেতান ডেভিড স্ত্রেলেচ।
পরবর্তী ম্যাচ খেলতে আগামী রোববার জর্জিয়াকে ৩-২ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করা তুর্কিদের বিপক্ষে মাঠে নামবে স্পেন। আগামী রোববার ঘরের মাঠে জার্মানি মুখোমুখি হবে নর্দান আয়ারল্যান্ডের। একই দিনে লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নামবে স্লোভাকিয়া।