সৌদিতে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজার ১৫৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে যৌথ অভিযানে এসব অভিবাসীকে আটক করে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তথ্যটি প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা আরব টাইমসের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১৪ হাজার ২৭ জন আবাসন আইন, ৪ হাজার ৭৮১ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৩ হাজার ৩৪৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপীয়, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং অন্যান্য দেশের নাগরিক মাত্র এক শতাংশ।
সৌদির বিভিন্ন নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করেছে। দেশটিতে অবৈধভাবে প্রবেশ করানো বা এতে সহায়তা করলে ১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্কবার্তাও দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে ১ নভেম্বর পর্যন্ত ৩১ হাজার ৮২৬ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান ছিল। তিন কোটির বেশি জনসংখ্যার সৌদি আরবে লাখ লাখ বিদেশি শ্রমিক কর্মরত থাকলেও অবৈধ অভিবাসন রোধে দেশটিতে নিয়মিত ধরপাকড় অভিযান চালানো হচ্ছে।
সূত্র, আরব টাইমস।