তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাশিদ মেরেদভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি।
রোবাবর (৫ অক্টোবর) এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পারস্পরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (টাপি) গ্যাস পাইপলাইন প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করেন, যা তারা ইতিবাচক বলে উল্লেখ করেন।
দুই মন্ত্রী ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তাঁরা নিয়মিত বৈঠক ও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও একমত হন, যাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হয়।
সূত্র : আরিয়ানা নিউজ