১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবিধান সংশোধন হতে হবে বৈধ ও আইনানুগ প্রক্রিয়ায়: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো বৈধ ও সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধান পরিবর্তনের কোনো অধিকার কারো নেই। তিনি বলেন, যে জনগণ ও রাজনৈতিক পক্ষগুলো সংবিধানের কিছু মৌলিক বিষয়ে সংশোধনের জন্য ঐকমত্যে এসেছে, তা কেবল বৈধ, সাংবিধানিক ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়িত হতে পারে।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে। তবে সেই অভিপ্রায় বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে প্রক্রিয়াগত পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে আবার ফ্যাসিবাদের উৎপত্তি হবে। নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার পেছনে কিছু শক্তি একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করছে।

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে তিনি মন্তব্য করেন, দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি বোঝে না, তাই এটি বাস্তবায়ন করা উচিত নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় স্বার্থকে ঝুঁকিতে ফেলছে, তাদেরকে দেশের জনগণের স্বার্থে সঠিক পথে ফেরার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সংবিধানের কিছু অংশ বাস্তবায়নের জন্য পরবর্তী সংসদের প্রয়োজন এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন। এতে বক্তব্য দেন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণদলের সভাপতি এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।