বাংলাদেশের জলসীমায় তিন দিনের শুভেচ্ছা সফরে এসেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড। জাহাজটি বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশের সীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ একে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।
আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, সফর চলাকালে ইউএসএস ফিৎসজেরাল্ডের অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল ও কমান্ডার বিএন ফ্লিটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুই দেশের ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরের সময় দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি যৌথ কার্যক্রম ও প্রশিক্ষণ বিষয়ে পারস্পরিক সহযোগিতার নতুন পথ খুলবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই শুভেচ্ছা সফর ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। সফরকালে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ইউএসএস ফিৎসজেরাল্ড আগামী শুক্রবার বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।