২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যে কারণে আর্জেন্টিনাসহ ৬ দেশকে জরিমানা করলো ফিফা

আন্তর্জাতিক ফুটবলে আবারও বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ। এবার সেই অভিযোগে শাস্তির মুখে পড়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ আরও পাঁচটি দেশ। বর্ণবাদী আচরণ, মন্তব্য ও বৈষম্যের দায়ে আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনাকে জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানায়, জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। যদিও বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেনি সংস্থাটি।

কোন দেশের কত জরিমানা: 

আলবেনিয়া: সর্বোচ্চ ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা)। ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের জাতীয় সঙ্গীত চলাকালে গোলযোগের ঘটনায় এই শাস্তি।

আর্জেন্টিনা: ১০ জুন বুয়েন্স আয়ার্সে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বৈষম্যমূলক ঘটনার জন্য ১ লাখ ৪৯ হাজার ডলার জরিমানা। সেই ম্যাচে ১-১ ড্র হয়। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় দুই ম্যাচ নিষিদ্ধ হন এবং আলাদাভাবে ৬২০০ ডলার জরিমানাও গুনতে হয়েছে।

চিলি: ৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে একই কারণে ১ লাখ ৪৩ হাজার ডলার জরিমানা।

কলম্বিয়া: ৬ জুন পেরুর বিপক্ষে খেলায় ৮৭ হাজার ডলার জরিমানা।

সার্বিয়া: ১০ জুন অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচে ৬২ হাজার ডলার জরিমানা।

বসনিয়া-হার্জেগোভিনা: সান মেরিনোর বিপক্ষে ম্যাচে ২৬ হাজার ডলার জরিমানা।

আলবেনিয়া ও সার্বিয়ার মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ফুটবলেও প্রভাব ফেলেছে। ২০১৪ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ড্রোনের মাধ্যমে মাঠে ‘গ্রেটার আলবেনিয়া’ পতাকা নামানোকে কেন্দ্র করে তাদের ম্যাচ বাতিল হয়েছিল। এ ঘটনায় মাঠে সহিংসতারও জন্ম দেয়।

ছয় অঙ্কের এই জরিমানাকে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে ফিফার শক্ত অবস্থানের অংশ বলছে সংস্থাটি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সদস্য দেশগুলোকে ‘প্রতিরোধ পরিকল্পনা’ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।

এদিকে সম্প্রতি ফিফা ক্লাব বিশ্বকাপেও বর্ণবাদের অভিযোগ ওঠে। রিয়াল মাদ্রিদের জার্মান তারকা অ্যান্তোনিও রুডিগার অভিযোগ তুলেছিলেন মেক্সিকান ক্লাব পাচুকার খেলোয়াড় গুস্তাভো ক্যাব্রালের বিরুদ্ধে। তবে প্রমাণের অভাবে সেই অভিযোগ খারিজ করে দেয় ফিফা।

ফিফার এই কঠোর অবস্থান ফুটবলে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।