টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। ইতোমধ্যে আইসিসি বরাবর চিঠি দিয়েছে বিসিবি। এখন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থা অপেক্ষা করছে আইসিসির উত্তরের। তবে বিশ্বকাপ যেখানেই হোক খেলতে প্রস্তুত আছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
ভারত ও শ্রীলঙ্কায় হবে এবারের বিশ্বকাপ। পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। এছাড়াও পাকিস্তান ফাইনালে উঠলে লঙ্কাতেই হবে সেই ম্যাচ। বাংলাদেশ ভারতে যেতে আপত্তি জানানোয় শ্রীলঙ্কায় হতে পারে টাইগারদের ম্যাচ। যদিও সেই সম্ভাবনা খুবই কম। কারণ বিশ্বকাপ শুরু হতে এক মাস বাকি। এতো কম সময়ে ভেন্যু পরিবর্তন করা প্রায় অসম্ভব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘জানি না কী হবে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। বেশ কিছু দিন আগে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছি। মানিয়ে নিতে সুবিধা হবে আশা করি তবুও। ভারতে বা শ্রীলঙ্কায় হোক আমরা প্রস্তুত। সবাই মুখিয়ে আছি খেলার জন্য। যেখানেই খেলা হোক।’
এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন সাইফউদ্দিন। নিজের সম্পর্কে পেস বোলিং এই অলরাউন্ডার বলেন, ‘জীবনে অনেক সংগ্রাম করতে হয়, হোক খেলোয়াড়ি জীবন বা ব্যক্তিগত জীবন। আগে ক্রিকেট নিয়ে অনেক বেশি চিন্তা করতাম। এখন কিছুটা সরে এসেছি। চেষ্টা করি নিজেকে ফিট রাখার, মন খুলে খেলার, যা হবার হবে। গত ৪-৫ মাস সবকিছু হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা রাখার, দলে অবদান রাখার।’
মূলত মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা। যার অংশ হিসেবে বাংলাদেশে সম্প্রচার করা হবে না আইপিএল। তবে এসব ব্যাপারে ফিজ হতাশ নন, বরং রিল্যাক্স আছেন বলে জানালেন সাইফউদ্দিন।
তিনি বলেন, সাইফউদ্দিন বলেন, ‘মুস্তাফিজ আমাদের সম্পদ। ওর সতীর্থ হতে পেরে আমরা গর্বিত। গত ম্যাচ রংপুরের বিপক্ষে খেলেছি, খেলা শেষে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ ওকে দেখে একদমই মনে হলো না। ও মনে হয় রিলাক্স। ও সবসময় যেমন গান শুনে, রিল্যাক্স থাকে। ওরকমই মনে হয়েছে। ও রিল্যাক্স আছে আমরা এত চিন্তা করে লাভ কী? আমরাও রিল্যাক্স!’